ম্যাসডোনিয়া

ম্যাসেডোনিয়া ওয়ার্ক ভিসা
ম্যাসেডোনিয়া প্রজাতন্ত্র হল দক্ষিণ-পূর্ব ইউরোপে বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র।
ম্যাসেডোনিয়া আকারে একটি ছোট্ট দেশ হলেও ম্যাসেডোনিয়া ইতিহাস ও সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। তেমনি ম্যাসেডোনিয়া একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ। ম্যাসেডোনিয়া দেশটি বলকান উপদ্বীপে অবস্থিত এবং ম্যাসেডোনিয়ার উত্তরে সার্বিয়া, উত্তর-পশ্চিমে কসোভো, পশ্চিমে আলবেনিয়া, পূর্বে বুলগেরিয়া ও দক্ষিণে গ্রিসের সঙ্গে সীমান্ত রয়েছে। আমাদের দেশের অনেকে আছেন যারা মেসিডোনিয়ায় বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন। যদি কাজের জন্য ম্যাসেডোনিয়া যেতে চান তাহলে মেসিডোনিয়া আপনার জন্য একটি ভালো দেশ হতে পারে।
ম্যাসেডোনিয়া মূলত কিছু বিষয়ের উপর বেতন নির্ভর করে থাকে তার যার মধ্যে রয়েছে কর্মচারীর যোগ্যতার উপর, কাজের অভিজ্ঞতা, কি কাজ, এবং উক্ত কোম্পানির আকার। যদি বাংলাদেশি টাকায় হিসাব করা যায় তাহলে এই দেশটিতে মাসিক গড় বেতন হিসেবে ৫৫ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকার মতো আয় করতে পারবেন । তবে আমরা আপনাকে পুর্বেই বলেছি যে কাজের উপর নির্ভর করে অর্থ প্রদান করা হয়।
ম্যাসেডোনিয়া আকারে একটি ছোট্ট দেশ হলেও ম্যাসেডোনিয়া ইতিহাস ও সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। তেমনি ম্যাসেডোনিয়া একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ। ম্যাসেডোনিয়া দেশটি বলকান উপদ্বীপে অবস্থিত এবং ম্যাসেডোনিয়ার উত্তরে সার্বিয়া, উত্তর-পশ্চিমে কসোভো, পশ্চিমে আলবেনিয়া, পূর্বে বুলগেরিয়া ও দক্ষিণে গ্রিসের সঙ্গে সীমান্ত রয়েছে। আমাদের দেশের অনেকে আছেন যারা মেসিডোনিয়ায় বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন। যদি কাজের জন্য ম্যাসেডোনিয়া যেতে চান তাহলে মেসিডোনিয়া আপনার জন্য একটি ভালো দেশ হতে পারে।
ম্যাসেডোনিয়া মূলত কিছু বিষয়ের উপর বেতন নির্ভর করে থাকে তার যার মধ্যে রয়েছে কর্মচারীর যোগ্যতার উপর, কাজের অভিজ্ঞতা, কি কাজ, এবং উক্ত কোম্পানির আকার। যদি বাংলাদেশি টাকায় হিসাব করা যায় তাহলে এই দেশটিতে মাসিক গড় বেতন হিসেবে ৫৫ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকার মতো আয় করতে পারবেন । তবে আমরা আপনাকে পুর্বেই বলেছি যে কাজের উপর নির্ভর করে অর্থ প্রদান করা হয়।

DENMARK WORK VISA
ডেনমার্ক উত্তরপশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। ডেনীয় ভাষায় এর সরকারি নাম Kongeriget Danmark