Package details
CYPRUS WORK VISA
সাইপ্রাস গ্রিসের দক্ষিণ-পূর্বে কোথায় অবস্থিত । সাইপ্রাস ২০২৬ সালের মধ্যে শেনজেন এলাকার অংশ হওয়ার লক্ষ্য রাখে। দেশটির প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলাইডেস জানিয়েছেন যে, তারা ২০২৫ সালের মধ্যে এই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছে। সম্ভাব্য সময়সীমা অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে বা তার আগেই সাইপ্রাস শেনজেন অঞ্চলে অন্তর্ভুক্ত হবে।