Package details
LITUNIA WORK VISA

ইউরোপ মহাদেশের আরেকটি সুন্দরতম এবং উন্নত দেশ হচ্ছে লিথুনিয়া। বাল্টিক সাগরের উপকূলে সুইডেনের বিপরীতে অবস্থিত লিথুনিয়া। ইউরোপের মধ্যে অন্যান্য দেশের তুলনায় এই দেশটি অনেক জনপ্রিয়। ইউরোপ মহাদেশে অনেকগুলো দেশ রয়েছে তবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের স্বপ্ন ইউরোপ মহাদেশের যেকোনো একটি দেশে কাজের উদ্দেশ্যে অথবা ভ্রমণ করার জন্য যাবে। লিথুয়ানিয়া উত্তর ইউরোপের একটি রাষ্ট্র। এর জনসংখ্যা 2.9 মিলিয়ন। লিথুয়ানিয়া 16 এপ্রিল 2003-এ শেনজেন চুক্তিতে স্বাক্ষর করে। উত্তরের লাতভিয়া ও এস্তোনিয়ার সাথে লিথুয়ানিয়াও একটি বাল্টিক রাষ্ট্র এবং তিনটি বাল্টিক রাষ্ট্রের মধ্যে বৃহত্তম। ভিলনিয়াস দেশটির বৃহত্তম শহর ও রাজধানী এবং এটি বেলারুশের সাথে সীমান্তে দেশের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত । বাংলাদেশের হাজারো মানুষ রয়েছে যাদের স্বপ্ন ইউরোপ মহাদেশের মধ্যে লিথুনিয়া কাজের উদ্দেশ্যে যাবে। কারণ ইউরোপ মহাদেশের মধ্যে অন্যান্য দেশের চেয়ে লিথুনিয়া অনেক উন্নত। যার কারণে লিথুনিয়া সব ধরনের কাজকর্মে অনেক সুযোগ-সুবিধা পাওয়া যায়। এছাড়াও অন্যান্য দেশের তুলনায় লিথুনিয়া অল্প পরিশ্রমে প্রতিমাসে ভালো পারিশ্রমিক পাওয়া যায়।

OUR BEST PACKAGES